আজীবন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার ইচ্ছা পোষন করেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানেই তিনি আজীবন প্রেসিডেন্ট হিসেবে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।
ওই ভিডিও’র ক্যাপশনে তিনি লিখেছেন, এই ভিডিও কখনো পুরোনো হবে না। অবশ্য এর আগেও দু’বার একই ভিডিও প্রকাশ করেছিলেন তিনি।
ওই টুইট বার্তায় ট্রাম্প একজন বিশ্লেষকের বক্তব্য তুলে ধরেছেন। ওই বিশ্লেষক বলেছেন, অন্য সব প্রেসিডেন্টের চেয়ে এই প্রেসিডেন্ট (ট্রাম্প) বেশি কাজ করেছেন। এমন মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, তিনি সম্পূর্ণ সত্য বলেছেন।
নানা সময় বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করে বা বিতর্কিত কাজ করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প। তিনি ২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই তাকে নিয়ে সমালোচনা চলছে। ২০২০ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ট্রাম্প।
দ্বিতীয় মেয়াদে জয়ী হলে তিনি আবারও প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করতে পারবেন। এতে তার আশা কিছুটা হলেও পূরণ হবে। তবে আজীবন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে থাকার ইচ্ছা কখনওই পূরণ হবার নয়। কারণ যুক্তরাষ্ট্রে দু'বারের বেশি কেউ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন না।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন