কারখানা খোলা নিয়ে অবস্থান পরিষ্কার করলো বিজিএমইএ

কারখানা খোলা নিয়ে অবস্থান পরিষ্কার করলো বিজিএমইএ

পোশাক কারখানাগুলো খোলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

রবিবার (১৭ এপ্রিল) রাতে বিজিএমইএর সচিব মোহাম্মদ আবদুর রাজ্জাক স্বাক্ষরিত বিবৃতিতে সংগঠনটির বক্তব্য তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিজিএমইএর সদস্যভুক্ত কারখানাগুলো খোলা রাখার বিষয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচারিত হচ্ছে।

এ ব্যাপারে বিজিএমইএর অবস্থান অত্যন্ত স্পষ্ট। কারখানা চালু করার আগে আমাদের নিজেদেরকে সুস্থ ও নিরাপদ রাখতে হবে। যদি সার্বিকভাবে করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হয়, তাহলে সঠিক সময়ে কারখানাগুলো খুলে দেয়া হবে, ইনশাল্লাহ। এ মুহূর্তে আমাদের প্রথম ও একমাত্র অগ্রাধিকার হচ্ছে আমাদের শ্রমিক ভাইবোনদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত রাখা।

মন্তব্যসমূহ (০)


Lost Password