গাড়িতে চড়লেই বমিভাব? জেনে নিন টোটকা

গাড়িতে চড়লেই বমিভাব? জেনে নিন টোটকা

বাস, ট্রেন বা প্লেনে চড়লেই অনেকেরই বমিভাব আসতে পারে! গাড়িতে চড়ার পর বমি আসার এ সমস্যাকে মোশন সিকনেস বলা হয়। এটি মূলত মস্তিষ্কের একটি সমস্যা। আমাদের অন্তঃকর্ণ দেহের গতি ও জড়তার ভারসাম্য ঠিকঠাক রাখে।

গাড়িতে চড়ার পর অন্তঃকর্ণ মস্তিষ্কে তথ্য পাঠায় যে সে গতিশীল। তবে চোখ অন্য কথা বলে। কারণ, তার সামনের বা পাশের মানুষ বা গাড়ির সিট স্থির। চোখ ও অন্তঃকর্ণের এই সমন্বয়হীনতা কারণে মোশন সিকনেস হয়। এতে বমি, অসুস্থবোধ করার সমস্যা হয়।

আর এসব সমস্যা দূর করার অব্যর্থ এক দাওয়াই হলো আদা। পাকস্থলীকে আরাম দেয় আদা। এতে বমি বা বমিভাব দ্রুত কমে যায়। জেনে নিন বমি কমাতে যেভাবে আদা ব্যবহার করবেন- একটি সতেজ আদা নিন।

এর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। এবার কন্টেইনারে ভরে ভ্রমণের সময় বহন করুন। গাড়িতে চড়ার পর বমি বমি ভাব বা বমি হলে দ্রুত এটি খান।

মন্তব্যসমূহ (২)

  • Mahedi hasan

    4 years ago

    আমার বমি হয় মাথা ঘুরাই

  • Mahedi hasan

    4 years ago

    আমার সবসময়ই মাথা ব্যাথা করে কেন করে দয়া করে আমাকে বলবেন


Lost Password