বাংলাদেশের ১০০ বছরের নির্বাচনের ইতিহাসে এমন শান্তিপূর্ণ নির্বাচন দেখা যায়নি : হানিফ

বাংলাদেশের ১০০ বছরের নির্বাচনের ইতিহাসে এমন শান্তিপূর্ণ নির্বাচন দেখা যায়নি : হানিফ

ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘বাংলাদেশের ১০০ বছরের নির্বাচনের ইতিহাসে এমন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে নির্বাচন আর কখনও দেখা যায়নি।’

আজ শনিবার সন্ধ্যায় সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘সামরিক শাসক জিয়াউর রহমান অবৈধ উপায়ে ক্ষমতা গ্রহণের মাধ্যমে এই দেশের মানুষের ভোটাধিকার বুটের তলায় পিষ্ট করেছিলেন। বিএনপি কখনোই জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা এই অপশক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছেন।’

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা অভিযোগগুলো দেখে সবার ধারণা হয়েছে, তিনি এই অভিযোগগুলো আগেই লিখে রেখেছিলেন। ফখরুল যেসব অভিযোগ তুললেন, যেগুলো হাস্যকর। বিএনপির সব অভিযোগই মিথ্যাচারে ভরা। এগুলোর কোনো ভিত্তি নেই।’

তিনি আরও বলেন, ‘আসলে বিএনপি নিজেদের পরাজয়ের আশঙ্কা করেই আগেভাগে কিছু অভিযোগ করার জন্য এই সব নির্লজ্জ মিথ্যাচার করেছে। বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণে কোনো কোনো জায়গায় তাদের এজেন্টরা আসেননি বলেও শুনেছি।’  ‌

মোহাম্মদপুরে এক সাংবাদিকের ওপর হামলার প্রসঙ্গে হানিফ বলেন, ‘একজন সাংবাদিকের সঙ্গে কিছুটা গোলোযোগ হয়েছে। সেখানে বিএনপি-মনোনীত ওয়ার্ড কাউন্সিলর রাজেশের সঙ্গে হাতাহাতি হয়েছে। এর সঙ্গে সরকারদলীয় কোনো ওয়ার্ড কাউন্সিলর বা সরকারদলীয় কোনো মেয়র প্রার্থী জড়িত নন।’

এ সময় বিএনপিকে দুই সিটি নির্বাচনে শেষ পর্যন্ত ভোট লড়াইয়ের মাঠে ঠিকে থাকার জন্য বিএনপিকে ধন্যবাদ জানান হানিফ।

মন্তব্যসমূহ (০)


Lost Password