একটি এটিএম বুথে টাকা চুরি করতে ঢুকেন অজ্ঞাতপরিচয় এক চোর। চুরি করার সময় বুথে থাকা অ্যালার্ম হঠাৎ বেজে ওঠে! এতে ঘাবড়ে যান চোরটি। তড়িঘড়ি করে চুরি করা বন্ধ রেখে বেরোনোর জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি।
নিজেকে বাঁচাতে বেরোনোর জন্য চোরটি যা করছিলেন সেই বুথের সিসিটিভি ফুটেজের ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে সম্প্রতি চীনের শ্যানডং শহরের একটি এটিএম বুথে।
ফুটেজের ভিডিওটিতে দেখাচ্ছে, বুথের ঢোকার পর দরজা বন্ধ করলেন ওই চোর। বুথ থেকে টাকা উত্তোলনের জন্য প্রস্তুতি নিতেই হঠাৎ বেজে ওঠে অ্যালার্মের আওয়াজ। তা শুনে চোরটি ঘাবড়ে যান। তড়িঘড়ি করে দরজা খোলার চেষ্টা করেন তিনি। কিন্তু কিছুতেই চোরটি দরজাটি খুলতে পারছিলেন না। একপর্যায় বুথে থাকা ধাতুর ট্রে দিয়ে দরজায় সজোরে কয়েকবার ধাক্কা মারলেন।
জানা গেছে, এত চেষ্টা করেও চোরটি ব্যর্থ হয়েছিলো দরজা ভাঙতে। আর বার বার বেজে ওঠেছিলো বুথের অ্যালার্ম। শেষ পর্যন্ত কোনোমতে দরজা ভেঙে চম্পট দিতেই পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে তাকে।
এ ঘটনা অবশ্য প্রথমবার নয়। এর আগেও সেপ্টেম্বরে এক চোরের চুরি করতে এসে চরম বিড়ম্বনায় পড়ার ঘটনা ভাইরাল হয়ে যায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন