মাটি উত্তোলনের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা

মাটি উত্তোলনের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে আবারো নদীর পাড় থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করে বিক্রির দায়ে এক অবৈধ মাটি ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০জানুয়ারী) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিট্রেস্ট মো. মঈনুল হক।

সূত্রে জানা গেছে, উপজেলার বংশাই নদীর চাঁনপুর ব্রীজ সংলগ্ন এলাকায় ভেকু মেশিন দিয়ে দীর্ঘদিন যাবত অবৈধ মাটির ব্যবসা করে আসছিলো। খবর পেয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রাপ্ত মাটি ব্যবসায়ী হলেন উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত খন্দকার হাবিবুর রহমানের ছেলে খন্দকার ফেরদৌস রহমান (৫৫)।

এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেস্ট মো. মইনুল হক জানান, নদীর পাড় হতে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রির দায়ে মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password