রিফাত হত্যা: শ্বশুরই প্রথম সাক্ষ্য দিবেন মিন্নির বিরুদ্ধে

রিফাত হত্যা: শ্বশুরই প্রথম সাক্ষ্য দিবেন মিন্নির বিরুদ্ধে

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ আজ শুরু হবে। বুধবার থেকে এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করবেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। সাক্ষ্যগ্রহণের প্রথম দিন প্রথমেই সাক্ষ্য দেবেন নিহত রিফাতের বাবা মিন্নির শ্বশুর দুলাল শরীফ। এরপর পর্যায়ক্রমে অন্যদের সাক্ষ্যগ্রহণ করবেন আদালত।

এছাড়া একই দিনে এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য রয়েছে। এ উপলক্ষে যশোর শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামিকে বরগুনার আদালতে আনা হয়েছে।

রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক আসামিরা হলো- রাশিদুল হাসান রিশান ফরাজী, মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার, মো. আবু আবদুল্লাহ রায়হান, মো. ওলিউল্লাহ অলি, জয় চন্দ্র সরকার চন্দন, মো. নাইম, মো. তানভীর হোসেন, নাজমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, মো. সাইয়েদ মারুফ বিল্লাহ মহিবুল্লাহ, মারুফ মল্লিক, প্রিন্স মোল্লা, রাতুল সিকদার জয় ও আরিয়ান হোসেন শ্রাবণ।

এ বিষয়ে রিফাত হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, বুধবার থেকে রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। সাক্ষ্যগ্রহণের প্রথম দিন আদালতে প্রথম সাক্ষ্য দেবেন নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ। আজ তিনি একাই সাক্ষ্য দেবেন আদালতে। এরপর পর্যায়ক্রমে অন্যদের সাক্ষ্যগ্রহণ করবেন আদালত।

গত ২৬ জুন বরগুনার সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড সংগঠিত হয়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক; দুই ভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন।

এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক। এছাড়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ও অপ্রাপ্তবয়স্ক আসামি প্রিন্স মোল্লা উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। অন্য সব আসামি কারাগারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password