সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধ নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে অভিযান করেছে নৌ পরিবহন অধিদপ্তর।বাংলাদেশ নৌ পুলিশ ও তাহিরপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার যাদুকাটার নদীর পাঠানপাড়া মিয়ারচড় খেয়াঘাট সংলগ্ন গাঘড়া এলাকায় অবৈধ নৌযানের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় প্রায় ঘন্টাব্যাপী যাদুকাটা নদীতে চলাচলকৃত কাগজপত্র বিহীন নৌযান, নৌকায় জীবন রক্ষাকারী সরঞ্জাম, নৌকা চালকের (মাঝির) ড্রাইভিং লাইসেন্সের না থাকাসহ অভ্যন্তররীন নৌ চলাচল অদ্ধাদেশ ১৯৭৬ এর বিভিন্ন ধারায় বিভিন্ন অপরাধে অবৈধ ১৭টি নৌকা যান ও নৌকার মাঝিকে আটক করে।
পরে আটককৃতদের তাহিরপুর থানায় নিয়ে বিকাল ৫টার সময় নৌপরিবহন অধিদপ্তরের উপ-সচিব ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুল হাসান লিটন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর বিভিন্ন ধারায় ১৭ টি নৌ যানকে পৃথক পৃথকভাবে (৩ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ জাহাজ পরিদর্শক মোহাম্মদ শাজাহান সিরাজ (ছাতক ও ভৈরব), তাহিরপুর থানার এস আই গোলাম মোস্তফা ও এস আই রকিব প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন