দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে এক দালালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক নারীর কাছে ৩ হাজার ৪০০ টাকার পাসপোর্ট ফি ৫ হাজার ২০০ টাকা চাওয়ায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে দুই মাসের বিনাশ্রম করাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মোহছেন উদ্দিন। দণ্ডপ্রাপ্ত হাসান আলী রমজান (৪৫) দিনাজপুর শহরের মিশন রোড এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে।
দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. জিন্নাতুল ইসলাম বলেন, যারা পাসপোর্ট প্রক্রিয়া কম বোঝেন কিংবা যারা দ্রুত পাসপোর্ট করতে চান তাদের টার্গেট করে দালালরা। দ্রুত সময়ে পাসপোর্ট পাইয়ে দেবে বলে তাদের সঙ্গে প্রতারণা করে এসব দালাল। সোমবার সকালে এক নারীকে দ্রুত পাসপোর্ট পাইয়ে দেয়ার কথা বলে ৩ হাজার ৪০০ টাকার পাসপোর্ট ফি ৫ হাজার ২০০ টাকা দাবি করে হাসান আলী রমজান। বিষয়টি দুদকে জানান ওই নারী।
খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হাসান আলী রমজানকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাসান আলী রমজানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক মোহছেন উদ্দিন।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ওসি মো. মোজাফফর হোসেন বলেন, পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে এক দালালকে গ্রেফতার করে দুদক। পরে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন