সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট’সহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকেরিয়া হোসেন।
জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, মোঃ জাকেরিয়া হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা পুলিশের এসআই(নিঃ)/মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৫ অক্টোবর (বুধবার) ১২.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ থানাধীন সয়দাবাদ ইউনিয়ন এর কামারখন্দগামী মের্সাস মাহিয়া মার্জিয়া টেড্রাস এন্ড ফার্ণিচার এর সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
এ সময়ে আসামী ১। মোঃ লিটন খন্দকার(৩৯), পিতা-মোঃ রাজ্জাক খন্দকার, মাতা-মোছাঃ জায়েদা বেগম, সাং-ভারাংগা, থানা-কামারখন্দ ২। মোঃ রবিউল ইসলাম(৩৫), পিতা-মৃত জালাল সরদার, মাতা-মোছাঃ রেজিয়া খাতুন, সাং-কান্দাপাড়া মধ্যপাড়া, থানা-সিরাজগঞ্জ ৩। মোঃ শাহিন মীর(৪৫), পিতা-মোঃ বুলবুল মীর, মাতা-মোছাঃ আছমা খাতুন, সাং-ভুঁইয়াপাড়া, থানা-সিরাজগঞ্জ, সর্ব জেলা- সিরাজগঞ্জ’দের হেফাজত হইতে জব্দকৃত ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীদের’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন