নওগাঁর সাপাহারে আদিবাসী প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নওগাঁর সাপাহারে আদিবাসী প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নওগাঁর সাপাহারে মুসলিম পুরুষ দ্বারা আদিবাসী বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে মফি উদ্দিন (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেন থানা পুলিশ।

গতকাল শনিবার (১৬ এপ্রিল) উপজেলার আইহাই ইউনিয়নের শুক্রইল আদিবাসী পাড়ার বাক-প্রতিবন্ধী এক নারী দুপুরে মাঠে ঘাস কাটতে গেলে পাশের গ্রাম আইহাই দিঘী পাড়া এলাকার মোঃ আলতাফ উদ্দিনের ছেলে মফি উদ্দিন জোর পূর্বক ধর্ষণ করে।

ভিকটিমের স্বামী বাদী হয়ে আজ রোববার (১৭ এপ্রিল) সকালে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা করার সাথে সাথে সাপাহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকারের নেতৃত্বে পুলিশের ৩টি চৌকস টিম অভিযান পরিচালনা করে আসামি মফি উদ্দিনকে গ্রেফতার করেন।

ভিকটিমের স্বামী জানান, প্রতিদিনের মতো আমার স্ত্রী ছাগলের ঘাস কাটতে মাঠে যায়। দুপুরে মাঠে কেউ না থাকায় পাশের গ্রাম আইহাই দিঘী পাড়ার মফি উদ্দিন আমার স্ত্রীর গলায় হাঁসুয়া ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা স্থলে আরো এক ব্যক্তি আছে বলেও জানান ভিকটিম।

এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, ভিকটিমের স্বামী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে আসামীকে গ্রেফতার করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password