নওগাঁর মহাদেবপুরে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক ১

নওগাঁর মহাদেবপুরে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক ১

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় পুলিশ ২৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ মামুন হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

সে উপজেলার সফাপুর ইউনিয়নের ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে। আটক মামুন ও রকেট নামে তার অপর সঙ্গী একটি বাজাজ ডিসকোভার-১৩৫ (নওগাঁ-ল-০১-২৭৬১) মোটরসাইকেলযোগে নিয়ামতপুর উপজেলার ছাতড়ার দিক থেকে মহাদেবপুরের দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাদেরকে ধাওয়া করে মামুনকে আটক করতে সক্ষম হন। রকেট দৌড়ে পালিয়ে যায়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলের সিটের উপর একটি নেটের ব্যাগে ভরা ও জ্যাকেটে মোড়া ফেনসিডিলগুলো পাওয়া যায়। পুলিশ মোটরসাইকেলটিও জব্দ করে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, শনিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই এমদাদ, এসআই জাহিদ ও এএসআই খাইরুল অভিযান চালিয়ে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ গেট এলাকা থেকে সেগুলো উদ্ধার করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password