যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বরিশাল নগরীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে মাঠে থাকবেন অতিরিক্ত ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলার ঘটনার পর নিরাপত্তার কথা চিন্তা করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিজিবি ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে খুলনা জোন থেকে ১০ প্লাটুন বিজিবি রওয়ানা হয়েছে। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালী থেকে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছেন।
উল্লেখ্য, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সাথে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী এবং সরকার দলীয় কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বরিশালের সঙ্গে সারাদেশের সড়ক ও নৌ যোগাযোগ বন্ধ করে দিয়েছিলো পরিবহন শ্রমিকরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন