১০ বছরের মেয়ে কাঁদতে কাঁদতে বলছে, কী করব আমি (ভিডিও)

১০ বছরের মেয়ে কাঁদতে কাঁদতে বলছে, কী করব আমি (ভিডিও)

নাদিন আবদেল তাইফ। বয়স ১০ বছর। গাজায় ইসরায়েলি বিমান হামলায় হারিয়েছে স্বজন প্রতিবেশী। গুড়িয়ে গিয়েছে ঘর বাড়ি। তাই তো ধ্বংসস্তুপ দেখিয়ে কান্নায় ভেঙ্গে পড়ছে। বারবার কাঁদতে কাঁদতে বলছে, কী করব আমি, আমি কী করতে পারি।  সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডিল ইস্টকে নাদিন কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি কিছুই করতে পারি না, আমি কীভাবে সব ঠিক করব। এই ধ্বংসস্তুপ কীভাবে সরাব? আমি কিছু করতে চাই কিন্তু কীভাবে করব তাই জানি না ‘  সেই সাথে নিজের ডাক্তার হওয়ার স্বপ্নের কথাও জানান নাদিন।

নাদিন আরো বলেন, ‘এসব দেখে আমি প্রতিদিন কাঁদি,আমাদের সাথে কেন এমন হচ্ছে? আমরা মুসলিম বলে ওরা আমাদের পচ্ছন্দ করে না, ঘৃণা করে। আমরা যারা বাচ্চা তাদের উপর কেন বোমাবর্ষণ করছে?’

পরে এই কান্নাময় ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৯২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪১ জনই শিশু। ইউনিসেফের রিপোর্ট বলছে, গাজায় সর্বনিম্ন ৬ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password