চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারে আলহেরা ক্লিনিকের সামনে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) একটি অপারেশন দল।
আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চাঁদলাই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ওয়াসিম (৪৫)। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে, গোয়েন্দা সংস্থা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযানটি পরিচালনা করে। ওয়াসিমকে ১০০ ( একশত ) গ্রাম হেরোইনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতার করতে সক্ষম হয়। জব্দকৃত হেরোইনের মূল্য ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা। ওয়াসিম দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। জেলা ডিএনসি কার্যালয়ের অফিসার পরিদর্শক- রায়হান আহমেদ খানের নেতৃত্বে আল আমিন , সোহেল রানা, আরিফ, জাহিদসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে।
এ ঘটনায় ওয়াসিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে সোপর্দ করা হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন সহকারী পরিচালক আনিছুর রহমান খান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন