সোমবারের বিধ্বংসী ভূমিকম্পে দেয়াল ভেঙে যাওয়ায় সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের রাজো কারাগার থেকে অন্তত ২০ বন্দি পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, পলাতকদের সকলেই আইএস জঙ্গিগোষ্ঠীর সক্রিয় সদস্য। খবর এএফপির। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী শহর রাজোর কারাগারে প্রায় দুই হাজার বন্দি ছিল। যাদের মধ্যে ১ হাজার ৩০০ জন আইএস (ইসলামিক স্টেট) সদস্য।
এছাড়া কারাগারে কুর্দি নেতৃত্বাধীন বিভিন্ন বাহিনীর সদস্যরাও সেখানে বন্দি ছিল। রাজো কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজোতে ভূমিকম্প আঘাত হানার পর কারাবন্দিরা বিদ্রোহ শুরু করে ও কারাগারের কিছু অংশের নিয়ন্ত্রণ হাতে নেয়। এ সুযোগেই পালিয়ে যায় অন্তত ২০ বন্দি। তারা আইএস সদস্য ছিল ধারণা করা হচ্ছে।
কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভূমিকম্পের পর রাজো সংলগ্ন এলাকায় ৬ দশমিক ৬ মাত্রার একাধিক আফটারশকের আঘাতে কারাগারটির বেশ অনেকগুলো দেয়াল ও দরজা ভেঙে যায়। এর সুযোগ নিয়েই পালিয়েছে ওই বন্দিরা। তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে, বন্দিরা আসলেই পালিয়েছে কি না তা নিশ্চিত নয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন