কিশোরগঞ্জে বাজারে আগুন পুড়ল ২১ দোকান

কিশোরগঞ্জে বাজারে আগুন পুড়ল ২১ দোকান

নীলফামারীর কিশোরগঞ্জে একটি বাজারে আগুন লেগে ২১টি দোকান ও মালামাল পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই উপজেলার বড়ভিটা বাজারে এ ঘটনা ঘটে।

নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার জানান, বড়ভিটা বাজারের ছাদাকাত মাস্টারের কাপড়ের দোকানের আইপিএসের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ, জলঢাকা ও নীলফামারী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয়রা জানায়, ফায়ার আসার আগেই ২১টি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের ইউএনও রোকসানা বেগম, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সম্পাদক মশিয়ার রহমান প্রমুখ।ইউএনও রোকসানা বেগম জানান, আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের তালিকা করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। তাদের জন্য সহায়তার ব্যবস্থা করা হবে।

 

 প্রথম প্রহর

মন্তব্যসমূহ (০)


Lost Password