ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে গতকাল শুক্রবার আবরার ফাহাদের স্মরণ সভায় ছাত্র অধিকার পরিষদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার পরই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন। মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে নাজিম উদ্দীনের দায়েরকৃত মামলায় তাদের আসামী করে কোর্টে চালান দেওয়া হয়েছে।
এর আগে, হামলার পর গতকাল শুক্রবার সন্ধ্যায় ঐ ঘটনায় আহত বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন বাদী হয়ে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞান নামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন।
এজাহারে নাজিম উদ্দীন ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞাত নামা ১৪০-৫০ জনের বিরুদ্ধে রাজু ভাস্কর্যের সামনে তাদের ওপর হামলা ও চিকিৎসা গ্রহণ করতে গেলে সেখানেও তাদের ওপর হামলার অভিযোগ করেন। এ বিষয়ে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, ছাত্রলীগের উপর হামলার একটি অভিযোগের প্রেক্ষিতে গতকাল (শুক্রবার) তাদের আটক করা হয়েছিলো। আজ সকালে ২৪ জনকে এই মামলায় আসামি করে কোর্টে চালান করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন