জয়পুরহাটের কালাই থানা পুলিশ কর্তৃক মাত্রাই ইউনিয়নের বানদিঘী নামক এলাকায় ডাকাতির পরিকল্পনার জন্য একত্রিত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালাই থানা পুলিশ অভিযান পরিচালনা করে ২ রাউন্ড গুলি ইয়াবা ট্যাবলেট বিদেশী মদের বোতল এবং বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলার কুখ্যাত ডাকাত দলের ৩ জন সদস্য কে গ্রেফতার করে কালাই থানা পুলিশ।
জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় জনাব ইশতিয়াক আলম সিনিয়র সহকারী পুলিশ সুপার পাঁচবিবি সার্কেল এর নেতৃত্বে জনাব মোঃ সেলিম মালিক অফিসার ইনচার্জ কালাই থানা সহ। একটি আভিযানিক টিম কালাই থানার মাত্রাই ইউনিয়নের বানদিঘী নামক এলাকায় হতে ডাকাতির পরিকল্পনার জন্য একত্রিত হয়েছে উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলি ৪৪০পিছ ইয়াবা ট্যাবলেট ৫০ গ্রাম শুকনা গাঁজা একটি বিদেশী মদের বোতল একটি চোরাই মোটর সাইকেল দুইটি স্লাইরেঞ্জ, একটি প্লাস একটি স্ক্রু-ড্রাইভার ১৩টি লোহার ফলা একটি হাতল যুক্ত হ্যামার এবং একটি বাঁশের লাঠি উদ্ধার পূর্বক ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলো ১। মোঃ মাহাবুব মন্ডল (৪২), পিতা-মৃত ছকির উদ্দিন, গ্রাম-বানদিঘী, থানা-কালাই, ২। মোঃ বজলার রহমান বুলেট (৪৩) পিতা-মৃত আজিজুর রহমান, গ্রাম-কালাই থানাপাড়া, থানা-কালাই, উভয় জেলা-জয়পুরহাট ৩। মোঃ সাদ্দাম হোসেন (৩২), পিতা-আব্দুল হামিদ, গ্রাম-আয়ভাঙ্গী, থানা-গোবিন্দগঞ্জ জেলা-গাইবান্ধা।
উল্লেখ্য গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত মাহাবুব মন্ডল এর বিরুদ্ধে বিভিন্ন থানায় সর্বমোট ১১টি এবং মোঃ বজলার রহমান এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি মামলা রয়েছে বলে জানান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন