গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ৪৩৬ জন নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ৪৩৬ জন নিহত

গাজায় ইসরায়েলের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গাজায় সীমিত আকারে স্থল অভিযানও চালিয়েছে ইসরায়েল।

জিম্মিদেরকে কোথায় আটকে রাখা হয়েছে সে সম্পর্কে তথ্য পেতে তারা এই অভিযান চালায়। গাজায় বিমান থেকে নির্বিচার বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। শুধু অব্যাহত নয়, হামলা আরও জোরদার করেছে। হামলাগুলো যে কত নারকীয়, তা বোঝা যায় হতাহতের সংখ্যা দেখলেই।

ফিলিস্তিনির অবরুদ্ধ উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার সন্ধ্যায় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলে বিমানবাহিনীর বোমা হামলার ঘটনায় আরও অন্তত ৪৩৬ জন নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, গাজায় ১৭ দিন ধরে চলা নির্বিচার বোমা হামলায় অন্তত ৫ হাজার ৮৭ ফিলিস্তিনি নিহত হলেন।

তাঁদের মধ্যে ২ হাজার ৫৫ শিশু ও ১ হাজার ১১৯ জন নারী। এ ছাড়া ৭২০ শিশুসহ ১ হাজার ৪০০ জনের বেশি নিখোঁজ। আহত হয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ। গত রাতের হামলাকে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এ সংঘাতে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করছেন গাজার বাসিন্দারা।

তালা হাজরাল্লাহ নামে ২১ বছর বয়সী এক শিক্ষার্থী বলেন, ‘গত রাতে হওয়া হামলার বর্ণনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা ভয়-আতঙ্কে সত্যি সত্যিই কাঁপছিলাম।’ গত রাতে ইসরায়েলি বোমা হামলায় শিশুসন্তান হারানো এক বাবা বলেন, ‘ইসরায়েলি বাহিনীর নির্দেশে বাড়িঘর ছেড়ে রাফাহ থেকে এখানে (তাল আল-হাওয়ায়) এসেছি।

কিন্তু দেখুন, আমাদের সঙ্গে কী হয়েছে। গত রাতে ইসরায়েলি বোমা হামলায় আমার তিন মাসের শিশুসন্তান মারা গেল।’ গাজার শাসকগোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন এক হামলা চালায়। ওই হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। এর পর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল।

মন্তব্যসমূহ (০)


Lost Password