বৈশ্বিক মহামারি কোভিড-১৯ প্রতিরোধে ঘোষিত সর্বাত্মক লকডাউনের ৯ম দিনে সার্বিক লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে জেলার গুরুত্বপুর্ণ জনবহুল স্থানসমূহ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ। তারা জনসাধারনকে বিধি- নিষেধ মেনে চলতে উদ্বুদ্ধ করেন।
জেলা শহর ও উপজেলাসমূহে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে ৪৭ টি মামলায় ৪৭ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় জেলা পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সহায়তা করে।
এছাড়াও বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে লকডাউন কার্যকর করে।
অভিযানে বলা হয়, করোনা সংক্রমন রোধে দয়া করে সবাই বিধি-নিষেধ মেনে চলুন। ঘরে অবস্থান করুন। একান্ত প্রয়োজনে বাইরে বের হলে মুখে অবশ্যই মাস্ক পরুন, ভিড় বা জনসমাগম এড়িয়ে চলুন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন