অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে ৮ বাংলাদেশি আটক।

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে ৮ বাংলাদেশি আটক।

আটককৃত বাংলাদেশিরা দাবি করছে তারা ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত গোয়া রাজ্যে বসবাস করেছিলা।  ভারতের করোনা পরিস্থিতির অবনতির কারণে বাংলাদেশে ফিরলেও এ বছর জুনে তারা আবারো ভারতে চলে যায়। 

পুলিশের দাবি, আটক ওই বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তাদের কাছে পাসপোর্টসহ কোন অফিসিয়াল ডকুমেন্ট পাওয়া যায়নি। তাদের কাছে আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্গালুরুর একটি ঠিকানাসহ ভোটার আইডি কার্ড পাওয়া গিয়েছে, যা ভুয়া বলে তারা দাবি করছেন পুলিশ। সম্প্রতি বিহারের একটি রেলস্টেশনে পার্সেল বোমা বিস্ফোরণের পর থেকেই পুলিশ আরও তৎপর হয়। 

এর মধ্যে চারজনকে রেলপথ সুরক্ষা বাহিনী রাজমহেন্দ্রভারাম থেকে আর বাকিদের হাওড়া-ভাস্কো দা গামা এক্সপ্রেস ট্রেন থেকে আটক করে অন্ধ্রপ্রদেশ পুলিশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password