নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় র্যাবের অভিযানে ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার আগ্রাদ্বিগুন বাজার ভাতগ্রাম বনিহারি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
এঘটনায় অটককৃতরা হলেন, উপজেলার শিশু গ্রামের মৃত দানেশ উদ্দিনের ছেলে জালাল হোসেন (৩৮), মোজাফফর হোসেনের ছেলে সাজু খন্দকার (৩১), ভাতগ্রাম এলাকার আব্দুস সামাদের ছেলে শামিম রেজা (২২), বনিহারী গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে মো. হারুন-অর-রশিদ (৩৫), কুমরইল গ্রামের চন্দ্র তিগ্যার ছেলে রুপচান তিগ্যা (২৫) এবং রামচন্দ্রপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে ওমর ফারুক (২৬)।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এক প্রেস বিগপ্তিতে বলেন, গোপন সংবাদে ধামইরহাট থানার ভাতগ্রাম বনিহারি গ্রামে অভিযান চালায় র্যাবের সদস্য। এসময় মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে তাদেরকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন