গতকাল রোববার ভারতের দেশটির উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশ রাজ্যের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। এদিন ব্যাপক বৃষ্টির সঙ্গে ভয়াবহ বজ্রপাত হয়।বজ্রপাতে অন্তত ৬৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া কমপক্ষে ১৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
এদিন বজ্রপাতে নিহতদের
মধ্যে ৪১ জনই উত্তরপ্রদেশের। প্রায়াগরাজ জেলায় ১৪
জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় ৩ জন নিহত হয়েছেন। রাজ্যটির
শিকোহাবাদের নাগলা উমর গ্রামে মাঠে কাজ করার সময় দুই কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। পাশাপাশি বজ্রপাতের সময় মাঠে
থাকা ৪২টি ছাগল এবং একটি গরুর মৃত্যু হয়েছে। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
অন্যদিকে, রাজাস্থানে ২০
জন নিহত হয়েছেন বজ্রপাতের কারণে। এর মধ্যে শিশু ৭ জন। । এ ছাড়া মধ্যপ্রদেশে বজ্রপাতে
৭ জনের প্রাণহানির খবর দিয়েছে এনডিটিভি। এর মধ্যে দুই জন শেওপুর, দুই জন গোয়ালিয়র এবং
শিবপুরি, অনুপপুর, বেতুলে একজন করে মারা গেছে।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে
দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন