নওগাঁয় ডাকাতির সাথে জড়িত আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

নওগাঁয় ডাকাতির সাথে জড়িত আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

“রাস্তায় গাছ ফেলে বিভিন্ন পরিবহনে ডাকাতির সাথে জড়িত আন্ত:জেলা ডাকাত দলের ০৬ সদস্য গ্রেফতার। লুণ্ঠিত মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার”

গত (৩০ অক্টোবর) তারিখে রাত্রি অনুমান ০১.৫০ ঘটিকায় নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন সতীহাট মহাদেবপুরগামী পাকা রাস্তায় সুলতানপুর নামকস্থানে পাকা রাস্তার ওপর আনুমানিক ০৮/১০ জনের একটি ডাকাতদল গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে মাইক্রোবাস

এবং পিকআপ ঠেকিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে মাইক্রোবাস ও পিকআপে থাকা লোকজনের নিকট থেকে প্রায় ০৮/১০টি মোবাইল ফোন, নগদ অর্থ ও অন্যান্য মালামাল মারপিট করে লুট করে নেয়।

এ ঘটনায় মামলা রুজু হওয়ার সাথে সাথেই ডাকাতদের গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় জেলা পুলিশের একটি চৌকস টিম জোরালো অভিযান শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ গাজিউর রহমান, পিপিএম এর নেতৃত্বে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জয়ব্রত পাল এর তত্ত্বাবধানে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত), ডিবি নওগাঁ এবং থানার অন্যান্য অফিসার ও ফোর্সের প্রচেষ্টায় ঘটনার মাত্র ৩ দিনের মধ্যে গত (০২ নভেম্বর) তারিখে উক্ত ডাকাতির ঘটনায় জড়িত ০৬ জন ডাকাতকে নওগাঁ জেলার বিভিন্ন থানা এলাকা হতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র ও লুন্ঠিত মালামালসহ গ্রেপ্তার করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password