নওগাঁর মান্দায় ৩টি চার্জার ভ্যানসহ চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

নওগাঁর মান্দায় ৩টি চার্জার ভ্যানসহ চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারি চালিত চার্জারভ্যান চোর চক্রের সক্রিয় আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাত পর্যন্ত মান্দা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন গ্রামের অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই ভ্যান উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নিয়ামতপুর উপজেলার রুদ্রপুর গ্রামের রবিউল ইসলাম (৪০), সাংশইল তেলিহারী গ্রামের মোকছেদুল ইসলাম (৩০) ও একই এলাকার শাহিন আলম (২৫), পীরপুর চৌরা গ্রামের রুবেল ওরফে রবিউল ইসলাম (২৮), মানিক পাঠান গ্রামের শহিদুল ইসলাম দেওয়ান (৩৫) এবং মান্দা উপজেলার চকরঘুনাথ গ্রামের জামিনুর রহমান (৪৫), চককেশব গ্রামের মিঠু প্রামাণিক (২৫) ও বানিসর গ্রামের রুবেল মোল্লা (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার বান্দাইপুর এলাকায় চোর সন্দেহে একটি চার্জারভ্যানসহ তিনজনকে আটক করে স্থানীয় বাসিন্দারা। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে চার্জারভ্যানটি বিজয়পুর এলাকা থেকে চুরি করে নিয়ামতপুর উপজেলার সাংশইল গ্রামের নিয়ে যাচ্ছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে চোরাই ভ্যানসহ আটক ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মের হক কাজী বলেন, আকতার হোসেন নামের এক ব্যক্তির চার্জারভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় বান্দাইপুর এলাকায় তিনজনকে আটক করে স্থানীয় লোকজন। তারা চার্জারভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য।

তাদের স্বীকারোক্তি মোতাবেক থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি টিম নিয়ামতপুর ও মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তারসহ দুটি চোরাই ভ্যান উদ্ধার করে। ঘটনায় মামলার পর রোববার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password