রাজশাহীর বাঘা উপজেলায় শত্রুতার আগুনে পুড়ে মরল ৯ ছাগল

রাজশাহীর বাঘা উপজেলায় শত্রুতার আগুনে পুড়ে মরল ৯ ছাগল

রাজশাহীর বাঘা উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে দিন মোহাম্মদ দুখু নামের এক ব্যক্তির দেশি ছাগলের খামারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে পুড়ে ৯টি ছাগল মারা গেছে।

মঙ্গলবার রাতে উপজেলার কলিগ্রামে এ ঘটনা ঘটে। দিন মোহাম্মদ দুখু কলিগ্রামের মৃত এতিম আলীর ছেলে।

এ বিষয়ে বাঘা পৌরসভার সাবেক মেয়র ও কলিগ্রামের আক্কাস আলী বলেন, আগুনে পুড়ে ছাগল মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সে খুব কষ্ট করে বাড়ির পাশে ঘর তুলে দেশি ছাগলের একটি খামার দিয়েছে। এই ঘরে আগুন লেগে ৯টি ছাগল মারা গেছে।

ছাগলের খামারের মালিক দিন মোহাম্মদ দুখু বলেন, আমার খামারে রাতের আঁধারে পূর্বশত্রুতার জের ধরে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ৯টি ছাগল মারা গেছে। আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাঘা থানার ওসি (তদন্ত) আবদুল বারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ বিষয়ে অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password