এক তরমুজ খেয়ে একই পরিবারের ৯ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের আনালিয়াখোলা গ্রামে। অসুস্থরা হলো আনালিয়া খোলা গ্রামের ইউনুছ আলীর স্ত্রী হেনা বেগম, মেয়ে তাহমিনা, পরী ভানু, তাসলিমা তানজু, আয়শা আক্তার, নাতি জান্নাত, ছেলে এনামুল, প্রতিবেশী আব্দুল মান্নান ও আনালিয়াখোলা শাহী জামে মসজিদের ইমাম আজগর আলী।
ইউনুছ আলী জানান, তার ছেলে এনামুল গত বৃহস্পতিবার আমতলা বাজার থেকে একটি তরমুজ কিনে বাড়ি নিয়ে যান। রাতে ওই তরমুজ পরিবারের সবাই ও মসজিদের ইমাম এবং প্রতিবেশী একজন খাওয়ার পর ডায়রিয়া ও বমি করতে থাকেন। পরে রাতেই তাদের মধ্যে পাঁজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শুক্রবার দুপুরে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মসজিদের ইমাম আজগর আলী হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। তবে বাড়ি ফেরা চারজন এখনো পুরো সুস্থ নয় বলে জানান তিনি। তাদেরকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বলেন, 'তরমুজ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, এমনটি জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন