সালথায় ভূ‌মিহীন ও গৃহহীন ৯৮ টি পরিবার পাচ্ছেন ঘর

সালথায় ভূ‌মিহীন ও গৃহহীন ৯৮ টি পরিবার পাচ্ছেন ঘর

ফ‌রিদপুর প্রতি‌নি‌ধিঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌ন এঁর জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কর্তৃক ৩য় পর্যা‌য়ে ২য় ধা‌পে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ভূমিহীন ও গৃহহীন ৯৮‌টি পরিবারকে বসতঘর প্রদান কার্যক্রম বিষয়ক সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোছা: তাছ‌লিমা আকতা‌র।

উপ‌জেলা প্রশাসন এর আ‌য়োজ‌নে মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল সা‌ড়ে ৪টায় উপজেলা পরিষদ স‌ম্মেলন কক্ষে এই‌ প্রেস‌ বি‌ফিং অনুষ্ঠিত হয়। সংবাদ স‌ম্মেল‌নে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার তাছ‌লিমা আকতার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত “ভূমিহীন ও গৃহহীন” প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে সারা দেশে ২৬২২৯ টি পাঁকা বাড়ি একযোগে আগামী ২১ শে জুলাই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এসময় অন্যান্য স্থানের মত সালথা উপজেলায় ৯৮টি ঘর উদ্বোধন করবেন। ওই প্রকল্পের আওতায় ২লাখ ৫৯হজার ৫শ টাকা ব্যয় বরাদ্দে প্রতিটি টিন শেড সেমি পাকা বাড়ি নির্মাণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং কিছু ঘ‌রের কাজ চলমান আ‌ছে যা খুব তারাতা‌রি শেষ হ‌বে। তি‌নি আরও জানান, ওই দিন সুফলভোগীদের হাতে জায়গার দলিল ও ঘরের মালিকানা কাগজপত্র এবং ঘরের চাবি হস্তান্তর করা হবে।

এই প্রকল্পের আওতাধীন সুফলভোগী নাগরিকরা বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সুবিধা, যোগাযোগসহ সকল নাগরিক সুবিধা পাবেন। ৩য় পর্যা‌য়ের উপ‌জেলায় মোট ২৩৩ টি গৃহ নির্মান করা হয়, এর আ‌গে ১ম ধা‌পে ১৩৫‌টি গৃহ হস্তান্তর করা হয়। এসময় তি‌নি গৃহ‌নির্মান কা‌জে সম্পৃক্ত সবাই‌কে ধন‌্যবাদ জানান এবং এই মহান কা‌জে সম্পৃক্ত হ‌তে পে‌রে আনন্দ প্রকাশ ক‌রেন। এসময় উপ‌স্থিত ছি‌লেন, স্থানীয় প্রিন্ট ও ই‌লেক‌ট্রিক মি‌ডিয়ার সাংবা‌দিক এবং উপজেলা ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password