নওগাঁর ধামইরহাটে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশী আটক

নওগাঁর ধামইরহাটে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশী আটক

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে শাহিন মিয়া (৪০) নামের এক বাংলাদেশী চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

গতরাত সাড়ে ৯টায় উপজেলার রুপনারায়ণপুর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আাসামি পাশ্ববর্তী জয়পুরহাট জেলার ভুটিয়াপাড়া নামক এলাকার সায়েদ আলীর ছেলে। জানা গেছে, উপজেলার পাগলদেওয়ান বিওপির নায়েব সুবেদার মো. গোলাম কবীরের নেতৃত্বে বিজিবির সদস্যরা ঘটনার দিন রাতে রুপনারায়নপুর এলাকার মেইন পিলার ২৭৩/১ এস এর কাছে অভিযান চালিয়ে আসামি শাহিন মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে আসামির বিরুদ্ধে বিজিবি বাদি হয়ে পাসপোর্ট আইনে থানায় মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করেন।

অপরদিকে একইদিন দুপুরে আরো একটি অভিযানে চকিলাম বিওপির টহল কমান্ডার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ওই গ্রামের মাঠে অভিযান পরিচলনা করে ১৯১পিচ ভারতীয় নেশাজাতীয় ইঞ্জেকশনসহ চকিলাম এলাকার আলআমিন (২৩) এবং রাহাত মিয়া (২০) নামের দুজনকে আটক করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password