রাজধানীর উত্তরার নিজ বাসায় শামসুদ্দিন খান (৬৫) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরের দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৮০ নম্বর বাড়ির পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।
নিহত শামসুদ্দিন খান দুই ছেলে ও দুই মেয়ের বাবা। তাঁর ছেলে আসাদুজ্জামান রিপনের এক বন্ধু জানান, দুপুরের দিকে রিপনদের বাসায় এক আত্মীয়সহ তিন ব্যক্তি বেড়াতে যায়। তাঁদের আপ্যায়ন করান শামসুদ্দিন খান। এর মধ্যে নাতনির স্কুলের ছুটির সময় হলে তাঁকে ও অতিথিদের বাসায় রেখে বেরিয়ে যান রিপনের মা।
তিনি স্কুল থেকে নাতনিকে নিয়ে বাসায় ফিরে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর বাসার ভেতরে থাকা ওই তিন ব্যক্তির একজন দরজা খুলে দেন। এরপর রিপনের মা বাসায় ঢুকে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন ওই তিন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। এর পর আহত শামসুদ্দিনকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে শামসুদ্দিন নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কারা, কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং বাসা থেকে কিছু খোয়া গেছে কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত সোয়া ১০টা) তদন্ত অব্যাহত বলে জানান ওসি। তবে দ্রুতই হত্যাকারীদের আটক করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন