"চুরি বিদ্যা বড় বিদ্যা যদি সে না পরে ধরা”!
পুলিশ বাহিনীর কাজ হলো সন্ত্রাসী, চোর, ডাকাত-কে সময় মতো ধরা তাহারই ধারাবাহিকতায় শুরু হয় টংগী পুর্ব থানা গাড়ী চোর ধরার পরিকল্পনা, জনৈক শওকত হোসেন, পিতা খোরশেদ আলম,সাং মুদাফা কাকিল সাতাইশ, থানাঃ টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর,(ঢাকা মেট্রো- থ -১৩-৭২৬২) সিএনজি গাড়ীটি টংগী পুর্ব থানাধীন এরশাদনগর এলাকায় ইয়াসিনের গ্যারেজ হতে চালকের মাধ্যম খোয়া গেছে এই মর্মে গত ১২/৯/২০২১ তারিখে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন সিএনজি গাড়ীর মালিক মোঃ শওকত হোসেন” গাড়ীটি উদ্ধারের জন্য শুরু হয়,চোর ধরার জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার।
তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পুলিশ যানতে পারে গাড়ীটি ঢাকার চকবাজার এলাকায় আছে, ঠিক তখনি টংগী পুর্ব থানার এডিসি হাসিবুল হাসান সাহেব ও অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ সাহেব এর নির্দেশনায় এস.আই কাজী নেওয়াজ সঙ্গীফোর্স নিয়ে ডিএমপি,ঢাকার চকবাজার থানার সহায়তায় সিএনজি গাড়ি টি গত ১৫/৯/২০২১ তাং উদ্ধার করেন সিএনজি গাড়ীটি পরে গাড়ীর মালিক মোঃ শওকত হোসেন-কে গাড়ীটি বুঝিয়ে দিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন