র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের একটি চৌকস অপারেশন দল অভিযান পরিচালনা করে ১শ' ১২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক কারবারি ৩ জন যুবককে আটক করেছে।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, কাম্প থেকে প্রতিবেদককে জানানো হয়, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশান দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে আজ বুধবার ২৯ জুন পূর্বরাত ১ টারদিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের দহতপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১শ' ১২ বোতল ফেন্সিডিল, ও ৩টি মোবাইল ফোনসহ মাদক কারবারি ১. মিঠু (২৭), পিতা- মৃত রইছ উদ্দিন, সাং-পশ্চিম রামচন্দ্রপুর, ২. মোঃ আব্দুস সালাম (৩৮), পিতা- মোঃ জোনাব্বের, সাং- ধরইল, ৩. মোঃ মাহমুদুল ইসলাম (২৭), পিতা- মোঃ আছির উদ্দিন, সাং- দহতপুর, উভয়ের উপজেলা পাঁচবিবি, জেলা- জয়পুরহাটদ্বয়কে হাতেনাতে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ৩ জন দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বিকার করেছেন।
আটককৃত ৩ জন মাদক কারবারিকে পাঁচবিবি থানায় হস্তান্তর সহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও প্রতিবেদককে নিশ্চিত করেছে র্যাব।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন