নওগাঁর আত্রাইয়ে গরুর ল্যাম্পি স্কিন ও খুরা রোগ থেকে প্রাণিসম্পদ রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সাহাগোলা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান এসএম মামুনুর রশীদ। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাস আহম্মেদ। সভায় সাহাগোলা ইউনিয়নের প্রায় ১৫০ জন গরু-ছাগল খামারি উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক বলেন, প্রধানমন্ত্রী বেকার যুবকদের জন্য নানাবিধ সুযোগ সৃষ্টি করে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাত ধরেই বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশের রূপান্তরিত হয়েছে। তিনি আরও বলেন, লাম্পি স্কিন ডিজিজ গবাদিপশুর একটি ভাইরাসজনিত রোগ। এই রোগ টিকার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। যেহেতু মশা, মাছি ও সিরিঞ্জ বারবার ব্যবহারের মাধ্যমে অসুস্থ প্রাণী থেকে সুস্থ প্রাণিতে ছড়ায়। তাই খামারে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে হবে। গরুর ল্যম্পি স্কিন রোগ বিষয়ে খামারিদের উদ্দেশ্যে সচেতন হতে আহ্বান জানিয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে চিকিৎসা নিতে বলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন