নওগাঁর মান্দা উপজেলায় মাদকসেবন ও অশোভন আচরণের দায়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (৮ জুন) বিকালে ৩টার দিকে উপজেলার উত্তর পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত যুবকের নাম আকাশ হোসেন (২৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া এলাকার জিয়াউর রহমানের ছেলে। মান্দা উপজেলার সাতবাড়িয়া এলাকায় সামাদ হাজির বাসায় ভাড়া থেকে চুলের কারখানায় কাজ করেন তিনি। পারইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আসমা আক্তার জানান, আজ বুধবার দুপুরে বিদ্যালয়ের পেছনে আটক আকাশ হোসেন মাদকসেবন করে অশোভন আচরণ করছিলেন।
শিক্ষার্থী তা দেখে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে আকাশকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে গাঁজা ভর্তি দুইটি সিগারেটও উদ্ধার করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক ও মান্দা থানা পুলিশকে অবহিত করা হয়। পরে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ প্রসঙ্গে ইউএনও আবু বাক্কার সিদ্দিক বলেন, জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করায় আকাশ হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁকে মান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন