বাসাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাছির মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। এর আগে গত বুধবার দুপুরে উপজেলার করাতিপাড়া এলাকায় তার ওপর হামলা চালানো হয়।
নিহত নাছির টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া গ্রামের নওজেশ আলী ওরফে নদে মিয়ার ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ৯ মার্চ দুপুরে করটিয়ায় আবেদা খানম গার্লস স্কুল অ্যান্ড কলেজের পুকুরপাড় এলাকায় নাছির কাস্তে দিয়ে কাঁঠালগাছের পাতা পারছিলেন।
এ সময় গাছের ওপর দিয়ে পুকুরে নেওয়া বিদ্যুৎ সংযোগের তার হঠাৎ করে কাস্তের আঁচড়ে কেটে যায়। পরে নাছির বাড়ি ফেরার পথে করটিয়া এলাকার বাসিন্দা বাদলের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা নাছিরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে আবার বাড়িতে আনা হয়। এর পর রোববার রাতে অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক নাছিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করেন। পরে সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন নাছিরের মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, বাদল নামে এক ব্যক্তি ২-৩ জনকে সঙ্গে নিয়ে নাছিরের ওপর হামলা চালায়।
এর পর চিকিৎসাধীন সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে নাছির মারা যান। বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি জানার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে নিহতের স্ত্রী রানী বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন