চট্টগ্রামে ব্যাটিং ব্যার্থতায় আকবর আলীরা

চট্টগ্রামে ব্যাটিং ব্যার্থতায় আকবর আলীরা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ দলের ব্যাটসম্যানরা সফল হলেও ধুকছেন আকবর আলীর নেতৃত্বে এইচপি দল। প্রথম ইনিংসে এ দলের ৩৩৯ রানের জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৪১ রান জমা না হতেই হাইপারফরম্যান্স দল হারিয়ে ফেলে ৩ উইকেট। এখনো তারা পিছিয়ে আছে ২৯৮ রানে।

ইতিমধ্যে সাজঘরে ফিরে গেছেন পারভেজ হোসেন ইমন (১২), মাহমুদল হাসান (১) এবং শাহাদাত হোসাইন (০)। এইচপি দলর তানজীদ হাসান তামিম ২১ ও তৌহিদ হৃদয় ৫ রানে অপরাজিত আছেন। এ দলের নাইম হাসান ২টি এবং শরিফুল ইসলাম ১ টি উইকেট শিকার করেন।

এর আগে হাতে ৫ উইকেট ও স্কোরবোর্ডে ২৬০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল এ দল। ইরফান শুক্কুর ২৮ ও মুনিম শাহরিয়ার ১৫ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নামেন। নতুন দিনের শুরুটা অবশ্য মোটেও ভাল হয়নি এ দলের। প্রথম বলেই বিদায় নেন মুনিম শাহারিয়ার। এরপর অবশ্য গল্পটা নিজের করে লিখেছেন ইরফান শুক্কুর। মুলত তার দৃঢ়তায় বড় স্কোর পায় বাংলাদেশ এ দল। অপর প্রান্তে ছিল আসা যাওয়ার মিছিলে একাই লড়াই করেছেন ইরফান শুক্কুর। ১৭৪ বলে ১০টি চার ও ২টি ছয়ের মারে আসে ৮৫ রান। শেষ পর্যন্ত আর ৭৯ রান যোগ করে ৩৩৯ রান করে থামে এ দল। হাইপারফরম্যান্স দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সুমন খান।

মন্তব্যসমূহ (০)


Lost Password