গর্ভধারণের জন্য নারীকে মানুষের হাড়ের গুঁড়া খাওয়ানোর অভিযোগ

গর্ভধারণের জন্য নারীকে মানুষের হাড়ের গুঁড়া খাওয়ানোর অভিযোগ

গর্ভধারণের আশায় এক নারীকে মৃত মানুষের হাড়ের গুঁড়া খেতে বাধ্য করার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। স্থানীয় এক তান্ত্রিকের পরামর্শ অনুসারে কালো জাদুর রীতির অংশ হিসেবে মানুষের হাড়ের গুঁড়া ওই নারীকে জোরপূর্বক খাওয়ানো হয়েছে। নারীর অভিযোগের ভিত্তিতে পুণে পুলিশ গত বুধবার সাতজনের বিরুদ্ধে এফআইআর নিয়েছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছে ওই নারীর স্বামী, শ্বশুরবাড়ির লোকজন এবং তান্ত্রিক। পুণে সিটি পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার সুহাইল শর্মা বলেছেন, ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ, ৩২৩, ৫০৪, ৫০৬ ধারা এবং কুসংস্কারবিরোধী আইনের ৩ নম্বর ধারায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই নারী পৃথক বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

প্রথম একটি অভিযোগে ওই নারী জানিয়েছেন, তার শ্বশুরবাড়ির লোকেরা বিয়ের সময় (২০১৯ সালে) যৌতুক দাবি করেছিলেন; যার মধ্যে নগদ টাকা, সোনা এবং রুপার গয়না ছিল। দ্বিতীয় অভিযোগ হলো- কুসংস্কারাচ্ছন্ন হয়ে কালো জাদুতে বিশ্বাস করে মৃত মানুষের হাড়ের গুঁড়া খাওয়ানো হয়েছে।

ডেপুটি পুলিশ কমিশনার সুহাইল শর্মা বলেছেন, এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। যে স্থানে এসব হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে, সেসব স্থানে আমাদের খোঁজখবর চলছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে জ্যেষ্ঠ একজন কর্মকর্তাকে। পুলিশ জানিয়েছে, অভিযোগকারী নারীর শ্বশুরবাড়ির লোকজন শিক্ষিত; কিন্তু এখনো এ ধরনের অনুশীলনে জড়িত।

সূত্র : এনডিটিভি

মন্তব্যসমূহ (০)


Lost Password