উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যানে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষে ইফরান আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইফরান আলী রসুলপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রসুলপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে নিহত ইরফান আলীর বাড়ির সামনে এলাকার কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজাতে থাকে। এ সময় উচ্চস্বরে না বাজাতে ইফরান আলী নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জয়নাল খাঁ দেলোয়ার হোসেন শুভসহ যুবকরা নিহতের পরিবারের লোকজনের ওপর হামলা চালায়।

এসময় হামলাকারীরা ইফরান আলীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার্ড করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মাধবপুর ও চুনারুঘাট সার্কেলের সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ৪ জন যুবকসহ ৫টি লাঠি, একটি দা ও একটি সাবল উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password