এগিয়ে আসছে নিম্নচাপ, উত্তাল সমুদ্র। দেখাতে বলা হয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত। অথচ সাগড়ের সেই দৃশ্য দেখতে পতেঙ্গা সৈকতে পর্যটকদের ভিড়। এদিকে, তীরে নোঙর করে রাখা হয়েছে লাইটারেজ জাহাজগুলো। স্বাভাবিক আছে বন্দরের পণ্য উঠা-নামা। অথচ উত্তাল সাগরের সেই দৃশ্য দেখতে পতেঙ্গা সৈকতে পর্যটকদের ভিড়। এদিকে, তীরে নোঙর করে রাখা হয়েছে লাইটারেজ জাহাজগুলো।
স্বাভাবিক আছে বন্দরের পণ্য ওঠানামা। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। তীরে আছড়ে পড়ছে বিশাল ঢেউ। বেড়েছে বাতাসের গতিবিধি। জারি আছে সতর্কতা। বৈরি আবহাওয়ায় সাগরে সৌন্দর্য দেখতে পতেঙ্গায় ভিড় জমিয়েছে পর্যটকরা। অনেকেই মানছে না বিধিনিষেধ। এমনকি সাগরেও নামছেন কেউ কেউ।
দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. ইসরাফিল জানান, পর্যটকদের নিরাপত্তায় কাজ করছেন তারা। মাইকিংসহ নানা সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্ভাবাস কর্মকর্তা শাহ মো. সজীব হোসেন জানিয়েছেন, সমুদ্র বন্দরগুলোতে জারি আছে সতর্কতা। উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে মাছ ধরার ট্রলারগুলোকে। এদিকে, সাগর উত্তাল থাকায় নোঙর করে রাখা হয়েছে লাইটারেজ জাহাজগুলো। তবে স্বাভাবিক আছে বন্দরের কার্যক্রম।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন