কোয়ারেন্টিন হিসেবে এক নারীর টয়লেটে আটকে রাখা হয়

কোয়ারেন্টিন হিসেবে এক নারীর টয়লেটে আটকে রাখা হয়

মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেছে এক অভিনব ঘটনা। দেশটির শিকাগো থেকে আইসল্যান্ডে যাওয়ার পথে মাকজ আকাশেই করোনা শনাক্ত হয় এক নারীর। তাকে বিমানের টয়লেটে তিন ঘণ্টা আটকে রাখা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়, গত ১৯ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে।

যাত্রী মারিসা ফোটিও তার বাবা ও ভাইয়ের সঙ্গে শিকাগো থেকে আইসল্যান্ড হয়ে সুইজারল্যান্ডে যাচ্ছিলেন। বিমানে ওঠার আগে তিনি ২ বার পিসিআর ও ৫ বার র‌্যাপিড টেস্ট করান। প্রতিবারই তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু, ফ্লাইট শুরুর দেড় ঘণ্টা আগে তার গলায় সমস্যা দেখা দেয়। বিমান যখন আটলান্টিকের ওপর তখন পরীক্ষা করানো হলে পজিটিভ আসে।

তিনি জানান, এই সংবাদ পেয়ে আমি আতঙ্কিত হই। কাঁদতে শুরু করি। আমার পরিবারের সদস্যদের জন্য দুশ্চিন্তা হয়। বিমানের অন্যদের জন্যও দুশ্চিন্তা হয়। ফ্লাইট অ্যাটেনডেন্ট রকি জানান, এটা আসলেই দুশ্চিন্তার বিষয়। তবে তা আমাদের কাজেরই অংশ। প্রতিবেদনে আরও বলা হয়, উড়োজাহাজের সব আসনে যাত্রী থাকায় মারিসাকে আলাদা করে রাখার সুযোগ ছিল না। তাই কোয়ারেন্টিন হিসেবে তাকে টয়লেটে আটকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password