চট্টগ্রামে প্রথম দিনশেষে সুবিধাজন অবস্থানে 'এ' দল

চট্টগ্রামে প্রথম দিনশেষে সুবিধাজন অবস্থানে 'এ' দল

জাতীয় দলের খেলোয়ড়রা মাঠে ব্যাস্ত সময় পার করলেও যে সকল ক্রিকেটাররা জাতীয় দলের বাইরে রয়ছেন তারা দীর্ঘদিন ধরেই রয়েছেন ম্যাচের বাইরে। অনেকেই ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করছেন তবে দলগত অনুশীলনের বাইরেই ছিলেন। সেই সকল ক্রিকেটারদের ম্যাচ অনুশীলনের জয়ন বিসিবি এইচপি ও এ দলের মধ্যে সিরিজ আয়োজন করেছে। গতকাল চট্টগ্রামে চারদিনের ম্যাচ দিয়ে শুরু হয়েছে সেই সিরিজ। প্রথম দিনশেষে এইচপি দলের বিক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদশ এ দল। প্রথমে ব্যাট করতে নেমে ‘এ' দল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিন শেষে তুলেছে ৫ উইকেটে ২৬০ রান।

আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে এ দলের ওপেনার সাইফ হাসান ১৫ রানে ফিরলেও আরেক ওপেনার সাদমান খেলেছেন ৫৮ রানের এক ইনিংস। ১৩৩ বলে এ ইনিংসটি সাজিয়েছেন বাঁহাতি এই ওপেনার। এ দলের হয়ে সর্ব্বোচ্চ ৯৬ রান করেছেন টেস্ট দলের নিয়মিত মুখ নাজমুল হোসেন শান্ত।

৫ ঘন্টার বেশি (৩০২ মিনিটে) উইকেটে থেকে ২০৩ বলে ৮ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৯৬ রান করে মাহমুদুল হাসানের বলে আউট হয়েছেন শান্ত। এছাড়া এ দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৯, ইয়াসির আলী ২১ রান করেন। ইরফান শুক্কুর ২৮ এবং এবারের প্রিমিয়ার লিগে সাড়া জাগানো ব্যাটিং করা মুনিম শাহারিয়ার ১৫ রান করে অপরাজিত রয়েছেন। এইচপির হয়ে পেসার সুমন খান, রেজাউর রহমান, স্পিনার হাসান মুরাদ ও মাহমুদুল হাসান একটি করে উইকেট দখল করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password