সরকারি ডিভাইসে টিকটক বন্ধে পশ্চিমাদের পথেই হাটলো অস্ট্রেলিয়া। টিকটকে ব্যবহারে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার (৪ এপ্রিল) নিষেধাজ্ঞার ঘোষণা দিলো অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার। নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার পরামর্শ মোতাবেক ক্যানবেরার অ্যাটোর্নি-জেনারেল মার্ক ড্রেফুস নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেন, ‘পদক্ষেপটি যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে।
তবে টিকটক অ্যাপের অস্ট্রেলিয়ায় নিযুক্ত চীনা মহাপরিচালক লি হান্টার বলেন, ‘এই সিদ্ধান্তে আমরা হতাশ। আমাদের দৃষ্টিতে, সিদ্ধান্তটি রাজনীতি দ্বারা প্রভাবিত।’টিকটকের তথ্যমতে, এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় ১৮ বা তার বেশি বয়সী টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৮৩ লাখ।
অ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা শও জি চিউ জানান, চীনা সরকার কখনোই তাদের কাছে ব্যবহারকারীদের তথ্য চায়নি। ভবিষ্যতে কখনও চাইলেও তারা তথ্য দেবে না। কিছুদিন আগেই (৩১ মার্চ) যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো তাদের কর্মীদের সব ধরনের ডিভাইসে টিকটক অ্যাপ নিষিদ্ধ করেছে।
এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, কানাডা ও ইউরোপীয় পার্লামেন্টসহ অনেক দেশ সরকারি ডিভাইসে টিকটক অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করে। কিন্তু এ নিয়ে নিরাপত্তা উদ্বেগের কোনও কারণ নেই জানিয়ে আসছে চীন সরকার।
সূত্র: সিএনএন
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন