পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

লাহোরে তৃতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১১৫ রানে হেরেছে পাকিস্তান। এই জয়ের ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলো অজিরা। সিরিজের প্রথম দুই ম্যাচ ড্র হয়। পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ড্র হয়েছিল। পরের টেস্টে বাবর আজমের দুর্দান্ত ব্যাটিংয়ে ড্র করে পাকিস্তান।

ফলে তৃতীয় টেস্ট হয়ে উঠেছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। কিন্তু এবার আর পারলো না স্বাগতিকরা। শেষ দিনে জিততে পাকিস্তানকে করতে হতো ৯০ ওভারে ২৭৮ রান। নাথান লায়নের ঘূর্ণিতে পাকিস্তান ৯২.১ ওভারে ২৩৫ রানে অলআউট হয়ে যায়। ফলে অস্ট্রেলিয়া ১১৫ রানে জয় পায়। পাকিস্তানের ইমাম-উল-হক ৭০ ও বাবর আজম ৫৫ রান করেন।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে বড় অবদান রাখেন অফ স্পিনার লায়ন। তিন উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ ১৯৯৮ সালে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। প্রায় ২ যুগ পর আবার পাকিস্তানের মাটিতে একই ব্যবধানে সিরিজ জিতলো অজিরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password