নওগাঁয় অটো-বাইক সহ নিখোঁজে ৪ দিনপর চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ৪ দিনপর (১৮ আগস্ট) শুক্রবার বিকালে অটো-চালক গোলাম রাব্বানী (৩৫) এর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ।
নওগাঁর পোরশা ও মহাদেবপুর দু' থানার সীমান্তবর্তী এলাকা সাগরইল বাজারের পার্শ্ববর্তী গুনদইল খাড়ির ব্রিজ নামক স্থানে মৃতদেহটি ভ্রাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য মৃতদেহটি পুলিশি হেফাজতে নেয়। এর পূর্বে নিখোঁজ অটো বাইক চালক গোলাম রাব্বানীর স্বজনরা ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি সনাক্ত করেন। অটো বাইক চালক গোলাম রাব্বানী হলেন, নওগাঁর মান্দা উপজেলার সতিহাট এলাকার (উত্তর শ্রীরামপুর-বিলবাড়িয়া) গ্রামের আক্কাস আলীর ছেলে। গত সোমবার ১৪ আগস্ট সকাল ৯টার দিকে অটো-বাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন গোলাম রাব্বানী। তার ব্যবহারীত মুঠোফোনও বন্ধ থাকায় এ ঘটনায় গোলাম রাব্বানীর বাবা আক্কাস আলী গত বৃহস্পতিবার রাতে বাদি হয়ে মান্দা থানায় মামলা করেন। মামলায় উত্তর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা নাহিদ হোসেন ও তুহিন ইসলাম এর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, মহাদেবপুর থানা পুলিশের সহায়তায় শুক্রবার বিকেলে খাড়ি থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। স্বজনেরা মৃতদেহটি অটো-বাইক চালক গোলাম রাব্বানীর বলে শনাক্ত করেন। ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইতি মধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের আবদুস সাত্তার মিস্ত্রি, উত্তর শ্রীরামপুর গ্রামের নার্গিস বেগম ও মহাদেবপুর উপজেলার শিকারপুর গ্রামের আংগুর বেগম নামে ৩ জনকে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে এবং মূল ঘটনা উদর্ঘাটন সহ অটো-বাইক উদ্ধার এবং ঘটনার সাথে জড়ীতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন