যশোর জেলা রিপোর্টার: যশোরের শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ই মে) বেলা ১২ টার সময় উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই কর্মসূচীর আয়োজন করা হয়। “মুজিব বর্ষে বিআরডিবি’র অঙ্গীকার, স্বনির্ভর সমৃদ্ধ পল্লী গড়ার " এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সচেতনা, দক্ষতা ও জীবন শৈলী উন্নয়ন বিষয়ক কর্মকান্ডের আওতায় ইফটিজিং, বাল্যবিবাহ, মাদকসক্তি, পুষ্টির প্রয়োজনীয়তা, জেন্ডারবৈষম্য, ইভটিজিং, নারী নির্যাতন, কুসংস্কার দুরীকরণ এবং জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষাসহ জীবনঘনিষ্ঠ বিষয়ক কর্মকান্ডের উপর এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীণ দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কতৃক আয়োজিত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিআরডিবির উপ-পরিচালক, জনাব মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র কর্মকর্তা মোঃ আবু বিল্লাল হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, শার্শা উপজেলা সহকারী পল্লী উন্নয়ন আফিসার নাসিম উদ্দিন, বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহমান তিতাস, প্রধান শিক্ষক এ,এইচ,এম গোলাম রসুল সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে এসময় ১০০জন নারী শিক্ষার্থীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন