বিএনপিকে শর্তসাপেক্ষে রাজধানীতে সমাবেশের অনুমতি দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের পক্ষ থেকে তাদেরকে ২০ থেকে ২৫টি শর্ত দেওয়া হতে পারে। রাজধানীতে সমাবেশ করতে আওয়ামী লীগের জন্যও অভিন্ন শর্ত থাকবে বলে জানিয়েছে ডিএমপি সূত্র।
ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পর্যালোচনা চলছে, আজ রাতে অথবা আগামীকাল সকালের মধ্যে শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে জানান, বিএনপিকে এখনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে।
আজ অনুমতি দেওয়া হতে পারে। ২০ থেকে ২৫টি শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে। আগামী ১২ জুলাই (বুধবার) রাজধানীতে বড় ধরনের সমাবেশ করতে চায় জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের এক দফার ঘোষণা আসার কথা রয়েছে। তবে ডিএমপিতে চিঠি দিয়ে এবং সাক্ষাৎ করেও এখনো সমাবেশের আনুষ্ঠানিক অনুমতি পায়নি বিএনপি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন