বরগুনায় বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির কার্যালয়ে হামলা

বরগুনায় বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির কার্যালয়ে হামলা

ছাত্রদল নেতা নূরে আলমের মৃত্যুর ঘটনায় বিক্ষোভের সময় বরগুনার পাথরঘাটায় বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের দাবি, পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। এতে যুবদলের ১০ নেতাকর্মী আহত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে এগারোটায় পাথরঘাটা উপজেলা বিএনপি অফিসের সামনে বিক্ষোভ করছিল কর্মীরা।

কোন ধরনের উস্কানি ছাড়াই সেখানে হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের মারধর করে। এ বিষয়ে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যুবদলের মিছিলকারীদের দলীয় কার্যালয়ের ভিতরে ঢুকে সমাবেশ করতে বলা হয়। এসময় তারা ভিতরে যেতে না চাইলে হাতাহাতির ঘটনা ঘটে। উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছেন, ঘটনার সময় দুইপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলার অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী বলেন, ‘শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যুবদলের মিছিলকারীদের দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে সমাবেশ করতে বলা হয়। এ সময় তারা ভেতরে যেতে না চাইলে হাতাহাতির ঘটনা ঘটে।’ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমদ সুজন বলেন, ‘প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য দেয়ায় আমরা বাধা দিয়েছি।’ উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যুবদল নেতাদের দাবি, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে এই হামলা চালিয়েছে। এতে তাদের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। উপজেলা যুবদল নেতা আবুবকর ছিদ্দিক মেছাল বলেন, ‘দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাড়ে ১০টার দিকে শান্তিপূর্ণ মিছিল শেষে সমাবেশ শুরু করি।

১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।’ আহতরা হলেন আবুবকর সিদ্দিক মেছাল, সোহেল পহলান, গিয়াস মাহমুদ, সোয়ানুর রহমান সোহাগ, মামুন আহমেদ, রিয়াজ, সজল, বায়জিদ বোস্তামী, জসিম, ফোরকান, খাইরুল শরীফ, নান্টু মিয়া।

মন্তব্যসমূহ (০)


Lost Password