ফেনীর ফুলগাজীতে উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার জন্য উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদারকে দায়ী করেন।
দলীয় সূত্র জানায়, শনিবার ফুলগাজীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হেসেনের বন্যাকবলিত এলাকা ও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন, ত্রাণ বিতরণ ও স্থানীয়ভাবে একটি সভায় প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল। এ কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলগাজী বাজারে দলের অফিসে একটি প্রস্তুতি সভা উপজেলা কমিটির আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে শুরু হয়।
কিছুক্ষণ পর পৌনে ৮টার দিকে ২৫/৩০ জন যুবক লাঠি, হকিস্টিক হাতে সেখানে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে ১৪ থেকে ১৫ জন আহত হন বলে দলের নেতারা জানান। আহতদের মধ্যে বিএনপি নেতা ফখরুল আলম স্বপন, আবুল হোসেন, গোলাম রসুল গোলাপ, নুরুল হুদা শাহিন, আকবর হোসেন, যুবদল নেতা শিমুল, মো. দিদার, রবিউল হক বাবু ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। জেলা বিএনপি নেতা আলাল বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন মজুমদার বলেন, বিএনপির লোকজন আমাদের দলের নেতা নিজাম কম্পানির ওপর হামলা করে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। কোনো হামলার ঘটনা ঘটেনি। ফুলগাজী থানার ওসি মাইন উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন