কুমিল্লা নগরীতে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচি পণ্ড হয়ে গেছে। এ সময় কুমিল্লা মহানগর যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর ধর্মসাগরপাড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। আটককৃত ওই যুবদল নেতার নাম কবির হোসেন (৪৪)। তিনি কুমিল্লা মহানগর যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক।
কবিরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন বাকচী। বিক্ষোভ মিছিলের নেতৃত্বে থাকা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ দলের সিনিয়র নেতাদের গ্রেপ্তার, গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন নিহত হওয়া সহ বিভিন্ন ঘটনায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি।
এটা ছিলো আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু করি। পুলিশ এসে বিনা কারণে ধাওয়া করে আমাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়াও আমাদের যুবদল নেতা কবিরকে আটক করে। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাই। ’ কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন জানান, সাধারণ মানুষের জানমালের যেন ক্ষতি না হয়, সেজন্য তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। কারণ নাশকতা হলে দায় পুলিশের ওপর বর্তায়। নগরীর ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর রয়েছি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন